এক মেয়েকে অনেক ভালবাসতাম নাম অপর্ণা( আসল নাম না )
অপেক্ষায় থাকতাম কখন তাকেফোন করব
কখন কোচিং থেকে ফিরবে আর সাথে সাথে ফোন।
ভালো বন্ধুত্ত ছিল শুধু ভালো বন্ধু না অনেক ভালো বন্ধু ।
প্রতিদিনের কথা। আসলে মেয়েতাকে অনেক আগে থেকেই
ভালোবাসতাম । কিন্তু আগে খুব একটা কথা বলা হত না। একদিন
একটা উসিলা দিলাম
যে আমি একজন কে পছন্দ করি নাম রিমি ।অপেক্ষায় থাকতাম কখন তাকেফোন করব
কখন কোচিং থেকে ফিরবে আর সাথে সাথে ফোন।
ভালো বন্ধুত্ত ছিল শুধু ভালো বন্ধু না অনেক ভালো বন্ধু ।
প্রতিদিনের কথা। আসলে মেয়েতাকে অনেক আগে থেকেই
ভালোবাসতাম । কিন্তু আগে খুব একটা কথা বলা হত না। একদিন
একটা উসিলা দিলাম
তার সাথে লাইন লাগাই দেও । সে তার কার্যক্রম শুরু করল
কিন্তু আমার তো চিন্তা অপর্ণা কে নিয়ে। যাই হক দিন যায় আমার
জন্য অনেক চেষ্টা করে রিমির কাছ থেকে কোন ফল আসে না ।
ও যেন বুঝতে না পারে যে আমি আসলে তাকে ভালোবাসি সেজন্য
ভাব ধরতাম আমি রিমি কে ভালোবাসি। কারন মেয়েটা অনেক জেদি
ছিল যদি জানতে পারে তাহলে দুম করে মেরে দিবে । ও অনেক চেষ্টা
করে কিন্তু কোন লাভ হয় না। তো একসময় আর রিমি র কথা আর উঠতো
না। কারন আমি ই তুলতাম না (দরকার কি তুলার??? এইটা গেলেই বাঁচি ) আপনি যেকোনো মেয়ের সাথে যদি অনেক দিন কথা বলেন দেখবেন এমনি আপনি প্রেমে পরে গেছেন। আর মেয়েটাও প্রেমে পরা যাবার কথা । যাই হোক আসল কথায় আসি । ও মানে অপর্ণা অর কয়েকজন বান্ধবির সাথে আলাপ করায় । ওরাও আমার ভালো বান্ধবী তে পরিনত হয় কিন্তু ওর বান্ধবী গুলো এত বুদ্ধি বালিশের তলায় রাখে জানলে ওদের সাথে কোন কথাই বলতাম না । তো অরা আমাকে বলত যে ” বুঝি বুঝি সব বুঝি ” আর চোরের মন পুলিশ ফুলিস করে তাই তো এই কথা বললেই চোখের সামনে ধুলা দেখতাম । তারপর আর কি যাকে ভালবাসি সেই বুঝতে পারার আগে ওর বান্ধবী বুঝে গেসে। এরপর গাছ এর আগে ফল পাকলে যা হয় ওর কান এ ঢুকল কথা কিন্তু বিশ্বাস করে নি । কয়েকদিন পর আমাদের মধ্যে ঝগরা হয় আমরা এক মাস কথা কথা বলি নাই।
কিন্তু আর কোনোদিন হতও না কিন্তু ওর এক ভাই আমাকে ফোন দিল । আমি অকে ঝারলাম । কিন্তু পরে অনেক খারাপ লাগসে । আমি এই কারনে ফোন দিব থিক অই সময় অপর্ণা ফোন দিল বলল—- “আমি ভাই এর হয়ে ক্ষমা চাচ্ছি তোমাকে ডিসটারব করার জন্য ” আমি বললাম থিক আসে এভাবে আবার আস্তে আস্তে আবার কথা শুরু কিন্তু বেশিদিন টেকে নি । ও আমাকে একদিন বলে ওর এক বান্ধবি আমার আর অপর্ণার সম্পর্ক নিয়ে কিছু একটা বলসে । আমি সোজা না করলাম এই মিথ্যে বলতেই হত কারন আমি ওকে কয়েকদিন পরে প্রপজ করতাম কিন্তু হটাত করে আমআর ফোন ধরা অফ করে দিল । জানি না কেন? ? কিন্তু কয়েকদিন পর বুঝতে পারলাম ও বুঝে গেসে যে আমি ওকে ভালবাসি এর পর মেসেজে অনেক বুঝিয়েসি কিন্তু ও শেষ কথাটা বলে “যা হউয়ার হইসে শব ভুলে যাও । আর আমকে মেসেজে কোনদিন বিরক্ত করবা না ” — এই কথাটা মনে হয় আমাকে কুড়াল মারল। এত দিনে বুঝলাম আমি ওকে ভালবাসিনি বিরক্ত করেছি। তবে যাই হোক তোমাকে আমি এখনো অনেক ভালোবাসি — আরও অনেক কথা ছিল এই গল্প টা অনেক সংক্ষেপে বললাম আরও অনেক কিছু কথা ছিল কিন্তু কীবোর্ড এ লিখতে লিখতে হাত বেথা হয়ে গেসে
0 comments:
Post a Comment