Monday, 8 June 2015

একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে কিন্তু
কখনই বলা হয় নি।একদিন
ছেলেটি মেয়েটার
পেছনে হাঁটছে,এমন সময়
মেয়েটা বললো,”তুমি কি কিছু বলবে?”
ছেলে:হ্যাঁ
মেয়ে:কি বলবে?
ছেলে:তোমার চোখ বন্ধ করো
মেয়ে:আচ্ছা ঠিক আছে
ছেলে:এখন তুমি কেমন দেখছো?
মেয়ে:শুধু অন্ধকার
ছেলে:এবার তুমি নিশ্বাঃস বন্ধ করো
মেয়ে:Ok
.
.
.
ছেলে:এই মূহুর্তটুকু নিঃশ্বাস বন্ধ
করে রাখতে কেমন লাগলো?
মেয়ে:নিঃশ্বাসটা নিয়ে যেন
আমি বেঁচে গেলাম
ছেলে:তোমাকে ছাড়া আমার জীবন
ঠিক এমন অন্ধকার।আর তুমি হচ্ছো আমার
সেই বেঁচে থাকার নিঃশ্বাস “I love you”

0 comments:

Post a Comment